বেঁচে থাকার জন্য চাই টগবগে আগুন, সে চকমকি ঠুকেই হোক, কাঠ বা কয়লা জ্বালিয়েই হোক, হিটার জ্বালিয়েই হোক । তবে সেরা হচ্ছে ভালোবাসার আগুন ।
Friday, December 27, 2013
Friday, December 13, 2013
প্রথমে বন্দনা করি জয় অবরোধে ।
দ্বিতীয়ে বন্দনা করি পিচ্ছিল নিরোধে ।।
সমকাম সমপ্রেম গড়াগড়ি যায় ।
আমাদের সকলের রাজার ইচ্ছায় ।।
অবরোধে ভাঙচুরে স্বদেশ অচল ।
কাঁদে কন্যা কাঁদে পুত্র জিভে হলাহল ।।
কাঁদে প্রেম কাঁদে কাম সুপ্রীমের রায় ।
বেঁচে থাকি বড়ো কষ্টে দৈবের দয়ায় ।।
দৈবকে চিনি না আমি চিনেছি তোমাকে ।
তুমি রাষ্ট্র তুমি দয়া প্রণাম বোমাকে ।।
তোমার ইঙ্গিতে কাটা যায় অর্ধশিশ্ন ।
জিহ্বাহীন মুখে বলি, জয় জয় কৃষ্ণ ।।
এ কেমন লীলা প্রভু এ কেমন লীলা ।
প্রজাচর্মে তৈরি করো ধনুকের ছিলা ।।
সে ছিলায় শাস্তি দাও তোমার প্রজারে ।
নিরোধে ও অবরোধে আহা কি মজারে ।।
দ্বিতীয়ে বন্দনা করি পিচ্ছিল নিরোধে ।।
সমকাম সমপ্রেম গড়াগড়ি যায় ।
আমাদের সকলের রাজার ইচ্ছায় ।।
অবরোধে ভাঙচুরে স্বদেশ অচল ।
কাঁদে কন্যা কাঁদে পুত্র জিভে হলাহল ।।
কাঁদে প্রেম কাঁদে কাম সুপ্রীমের রায় ।
বেঁচে থাকি বড়ো কষ্টে দৈবের দয়ায় ।।
দৈবকে চিনি না আমি চিনেছি তোমাকে ।
তুমি রাষ্ট্র তুমি দয়া প্রণাম বোমাকে ।।
তোমার ইঙ্গিতে কাটা যায় অর্ধশিশ্ন ।
জিহ্বাহীন মুখে বলি, জয় জয় কৃষ্ণ ।।
এ কেমন লীলা প্রভু এ কেমন লীলা ।
প্রজাচর্মে তৈরি করো ধনুকের ছিলা ।।
সে ছিলায় শাস্তি দাও তোমার প্রজারে ।
নিরোধে ও অবরোধে আহা কি মজারে ।।
Wednesday, December 4, 2013
Subscribe to:
Posts (Atom)