পুড়ে যায় স্বরবর্ণ, পুড়ে যায় লাল পেনসিল
রেটিনাও পুড়ে গেলো এই গৃহদাহে ।
দমকল আসে আর ফিরে যায়, ছাই ওড়া পথে...
হলুদ পতাক ওড়ে অবরুদ্ধ পঞ্চম সপ্তাহে ।
রেটিনাও পুড়ে গেলো এই গৃহদাহে ।
দমকল আসে আর ফিরে যায়, ছাই ওড়া পথে...
হলুদ পতাক ওড়ে অবরুদ্ধ পঞ্চম সপ্তাহে ।
No comments:
Post a Comment