Thursday, November 28, 2013

খুচরো কিছু শব্দ চেয়ে হাত পেতেছি নারীর কাছে/ দেবার মত ভূতল ছিল, সমুদ্র ও টিলাভূমি/আমি তো চাই প্রেমের মত আফোট কিছু শব্দগুচ্ছ/যা দিয়ে আজ ধরবো আমি ছায়াপথের নীহারিকা/বুকের মাঝে উল্কাপাতের নতুন খেলা, জিভের ডগায় মনিপদ্ম/ ওঁকারের ঐ গোপন কথা চন্দ্র এবং বীজের মত/ ওঠুক ফুটে এসব শব্দে, শিকড় ছড়াক নোনাজলেও ।/ খুচরো কিছু শব্দ দেবে, ঘোরের ভেতর নাচের ভেতর ?/ সঙ্ঘ এবং সঙ্গমের ঐ উঠে আসা ধ্বনির মতো শব্দ দেবে ?

No comments:

Post a Comment