Tuesday, November 26, 2013

1.
শক্তি চট্টোপাধ্যায় সঙ্গে প্রথম দেখা শিলচরে । ৭৩ বা ৭৪ সাল । কাছাড় সাহিত্য সম্মেলনে তিনি অতিথি । আগের দিন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন, চলে গেছেন পরদিন অর্থাত্‍ যেদিন শক্তি চট্টোপাধ্যায় এলেন । সার্কিট হাউসে এসে উঠলেন দুপুর বেলা । বন্ধু দেবাশিস তরফদার আর আমি দুজনে গেলাম দেখা করতে । মুড অফ তাঁর । তবু বললেন, আমার কবিতা পড়েছো ? কথাটা মাটিতে পড়েনি, দেবাশিস আর আমি কে বেশি শোনাতে পারি, তার প্রতিযোগিতা শুরু হয়ে গেলো । এই শক্তিদার ডাকে শিলচর থেকে পালাই কলকাতা বিনা টিকিটে । এবং তাঁর বণ্ডেল রোডের বাড়িতে গিয়ে ওঠি । সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঁকি দিয়ে দেখি, মেঝেয় বসে ভাত খাচ্ছেন তিনি । দরজার দিকে পিঠ । শক্তিদা-- বলে, আমি আর কিছুই বলতে পারিনি, তিনি খ্যঁক খ্যঁক করে উঠলেন । নিচে, নিচে । নিচে গিয়ে বসো । মর্মাহত হয়ে, নিচে নামলাম । ছোটো এক কুঠুরি, প্রায়ান্ধকার । চুপচাপ বসে রইলাম । তিনমিনিটও যায়নি, তিনি নিচে এলেন নেমে । আমাকে দেখেই বলে উঠলেন, তুমি ? কবে এলে ? তারপর আমার কথা শুনে বললেন, পালিয়ে এসেছো ? আমি জবাব দেবার আগেই তিনি উঠে গেলেন উপরে । দুমিনিট পরে নেমে এলেন । সঙ্গে মীনাক্ষীবউদি । হাতে চিনামাটির ডিশে করে গরম ভাত । পাশে বড় এক গলদা চিংড়ি । সেই প্রথম আমার গলদা চিংড়ি খাওয়া । আমার খাওয়া শেষ হয়নি, তার আগে একটা চিরকূটে কি যেন লিখলেন তিনি । তারপর বললেন, দশপনেরো দিন কলকাতা থাকবো না আমি । তোমার বউদিকে নিয়ে পাটনা যাচ্ছি । ততদিন স্বদেশ তোমার দায়িত্ব নেবে । এই নাও, চিঠিটা তাকে দেখালেই চলবে । আর এই কটি টাকা সঙ্গে রাখো । স্বদেশ ভারতী খুব ভালো লোক । হিন্দি ঔপন্যাসিক । আমি চুপ করে শুনে যাচ্ছি । একটা চারমিনার ধরিয়ে তিনি পুনরায় বললেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ১৪ নম্বর বাস ধরবে । প্রতাপাদিত্য রোডে থাকে স্বদেশ । আমি এখুনি বেরিয়ে যাচ্ছি । এসে কথা বলবো । তিনি কথা রেখেছিলেন । যদিও স্বদেশ ভারতীর ঘরে থাকা হয়নি আমার, কেন না তার ১০ বাই ১০ ঘরে সেদিনই বিহার থেকে তাঁর বৌ, ছেলে, শ্বশুর শ্বাশুরী শ্যালিকা এসে পড়েছিলেন । শক্তিদার চিরকূট পড়ে, তিনি আশ্চর্য এক সুরে বললেন, শক্তিদা পাঠিয়েছেন, আমার ঘাড়ে দুটি মাথা নেই, যে তা অমান্য করবো । দেখছেন তো আমার অবস্থা । নিজে কোথায় থাকবো, তাও বুঝতে পারছি না । শেষপর্যন্ত দুপুএরর পরেই তিনি আমার থাকার জায়গা ঠিক করলেন কবি পবিত্র মুখোপাধ্যায়ের ঘরে । বললেন, শালা, তিনচারটে বেডরুম নিয়ে থাকেন একা । আপনি ওখানে আরাম করেই থাকবেন । সেদিন রবিবার । পবিত্র মুখোপাধ্যায়ের ঘরে চলছে তরুণ কবিদের আড্ডা । সঞ্জয় মুখোপাধ্যায় থেকে তুষার চৌধুরী অনেকেই ছিলেন সে আড্ডায় । আড্ডা শেষে সবাই চলে গেলো । পবিত্র মুখোপাধ্যায় বললেন, চলুন, খেয়ে আসি । নিচে তাঁর সঙ্গে নামলাম । তিনি আমাকে মোড়ের একটা পাইস হোটেল দেখিয়ে বললেন, এই নিন আড়াই টাকা । এতে মাছভাত পাওয়া যাবে । আপনি খেতে খেতেই চট করে আমিও খেয়ে আসছি শ্বশুর বাড়ি থেকে । আপনাকে সঙ্গে নিলাম না । ছমাস ধরে কলেজে স্ট্রাইক । বৌকে পাঠিয়ে দিয়েছি শ্বশুরবাড়ি । নিজেও তাদের ঘাড়ে চেপে আছি । আমি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখি, তিনি দাঁড়িয়ে । হাসছেন । রয়্যাল লাঞ্চ কেমন হলো ? সন্ধ্যে অবধি গল্প হলো । গল্পের ফাঁকে 'ইউরেকা' বলে, চিত্‍কার করে উঠলেন তিনি । যোগ, যোগব্রত চক্রবর্তীর ওখানেই আরামসে থাকতে পারবেন আপনি । ব্যাটা একা থাকে মাকে নিয়ে । দি বেস্ট প্লেস । বলে, শক্তিদার ঐ চিরকূটের উলটে দিকে লিখলেন, হি ইজ ফ্রম আসাম । এণ্ড ইটস ইওর ডিউটি টু গিভ হিম শেলটার এজ ডিজায়ারড বাই আওয়ার গ্রেট পোয়েট শক্তি চট্টোপাধ্যায় । চিরকূটটি আমার হাতে তুলে দিয়ে বললেন, শক্তিদা যোগর ঈশ্বর । আপনি নিশ্চিন্তে যান । হ্যাঁ, ঐ দশ পনেরোদিন আমি আশ্রয় পেয়েছিলাম কবি যোগব্রত চক্রবর্তীর বেহালার বাড়িতে ।

2.
যোগব্রত চক্রবর্তীর বেহালার বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না । সন্ধ্যে হয়ে গেছে অনেক আগেই, গলিতে ঢুকে, দেখি, মোড়ে জটলা করে গুলতানি মারছে কয়েকজন ছেলে । তাদের যোগব্রতদার কথা বলতেই, ছেলেগুলি সমস্বরে বলে ওঠে, কবি যোগব্রত চক্রবতী ? আসুন, দেখিয়ে দিচ্ছি । হৈ হৈ করে, আমাকে নিয়ে এগিয়ে চললো তারা । পথে জেনে নিলো, কোথা থেকে এসেছি আমি, কি করি ইত্যাদি । একটা দোতলা বাড়ির সামনে এসে একসঙ্গে ছেলেগুলি বলে উঠলো, যোগদা, দেখো, আসাম থেকে এসেছেন ইনি । শক্তি চট্টোপাধ্যায় পাঠিয়েছেন তোমার কাছে । যাকে বলা হলো, তিনি, ঐ দোতলাবাড়ির রকে, চিত হয়ে শুয়ে আছেন, খালি গায়ে । এক ছেলে ফিসফিস করে আমাকে বললো, আজ মাত্রাটা বেশি হয়ে গেছে বোধহয় । কিছু মনে করবেন না, কবিরা এক আধটু খায় । তারা তো আমাদের মতো সাধারণ লোক না । তবে যোগদা ফাইন মানুষ । কোনো কিচাইনে নেই । এগিয়ে গিয়ে আমি হাতজোড় করে নমস্কার করলাম । তিনি, ঐ অবস্থাতেই, বললেন, ইয়ু আর ফ্রম আসাম ? শক্তিদা সেন্ট ইয়ু ? পরিস্কার শ্রীহট্টীয় উচ্চারণে বললাম, হ্যাঁ, শিলচর থেকে এসেছি, আমার নাম সমরজিত্‍ সিংহ । তড়াক করে উঠে দাঁড়ালেন তিনি, দাঁড়াতে অসুবিধে হচ্ছিলো, একটা ছেলে তাকে ধরে দাঁড় করিয়ে দিলো । আপনি বাংলা জানেন ? আসুন, আসুন । আমার ঈশ্বর আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, এ আমার পরম সৌভাগ্য । আমি চিরকূটটি এগিয়ে দিলাম তার দিকে । উলটে পালটে দেখলেন কিছুক্ষণ, তারপর বললেন, পবিত্রও রয়েছে দেখছি । আসুন ভেতরে । ছেলেগুলিকে ধন্যবাদ জানিয়ে, যোগব্রত চক্রবর্তীর পেছনে পেছনে ভেতরে গেলাম । তিনি তখন শিশুর মতো । মা, দেখো, শক্তিদা কাকে পাঠিয়েছে ! আসামের কবি । আমাদের এখানে থাকবে । আজ ভালো কিছু রেঁধে খাওয়ায় । আমি তাকে তার ঘর দেখাচ্ছি । তিনি এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলেন আমাকে নিয়ে । একটা ঘরের দরজা খুলে লাইট জ্বালালেন, ঘর দেখিয়ে, বললেন, এ ঘরে থাকতে অসুবিধে হবে না তো ? আমি মাথা নাড়লাম । বিশাল এক হলঘর । আমার গাঁয়ের বাড়ি মনে পড়ে গেলো । দোচালা ছনের ছোট্ট এক ঘর । বৃষ্টি এলে জল ভেতরেই পড়ে, বিছানাকে বাঁচাতে মা আর আমার তখন কি তত্‍পরতা ! ঐ ঘরের তুলনায়, এ তো রাজপ্রাসাদের খাসমহল । আসলে এটা লাইব্রেরীঘর । একপাশে মেঝেয় জাজিম পাতা । সেটা দেখিয়ে বললেন, বিছানা করে দিচ্ছি, ততক্ষণে আপনি হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন । তখনই আমার খেয়াল হলো, শিলচর থেকে পালিয়েছি আমি একবস্ত্রে । ভিখারির মতো ।
বারোদিনের মাথায় যোগদা জানালেন, কলকাতা ফিরে এসেছেন শক্তিদা । এ কয়দিন যোগদা আমাকে রেখেছিলেন আকবরের সন্তান সেলিমের মর্যাদায় । প্রথমরাতে, তিনি, খুব বিনীতভাবে, জানতে চাইলেন, 'মদ চলে ?' মাথা নাড়লাম, 'না ।' 'সিগেরেট ?' কোনো জবাব দিতে পারলাম না । কি জবাব দেবো ? বয়সে তিনি কত বড়, তার কবিতা শিলচরে বসেই পড়েছি অনেক । ষাটের দশকের তখনও যারা দাপিয়ে বেড়াচ্ছেন, যোগব্রতদা তাদের একজন । 'ও, বুঝেছি । আপনি বিশ্রাম করুন । মা রান্না সারতে সারতে গলায় আরও দু ঢোক ঢেলে আসি । বুঝতেই পারছেন, গলায় না ঢালা পর্যন্ত আমার শান্তি নেই ।' তিনি চলে গেলেন । ঘরে বইয়ের রেক প্রচুর । ছোটোখাটো একটা লাইব্রেরী । একটা তাক থেকে বুদ্ধদেব বসুর 'তপস্বী ও তরঙ্গিনী' নিয়ে জাজিমে শুয়ে পড়লাম । এ বইটা তখনও পাঠ হয়নি আমার । পাতা খুলেছি, তখনই, তিনি এসে উপস্থিত । 'এই নিন ।' তাকিয়ে দেখি, চারমিনার । পাঁচ প্যাকেট । সঙ্গে একটা দেশলাই । 'শেষ হলে, বলবেন । এশট্রে নেই । ইচ্ছে করলে, পুরো ঘরটাকেই ইউজ করতে পারেন এশট্রে হিসেবে ।' এক ঘণ্টাও হয়নি, এক আত্মপরিচয়হীন তরুণকে কত আপন করে নিয়েছেন তিনি, ভেবে, অবাক হই । না কি, এ শুধুই শক্তিদার প্রতি অন্ধ টান থেকে ? তবুও ভেতরের মানুষটা যে, সত্যি, অন্যরকম, তা অনুভব করতে পারি । কলকাতা ফিরে এসেছেন শক্তিদা, এ খবর জানাতে গিয়ে, তার গলার স্বর কেমন যেন হয়ে গিয়েছিলো । 'কাল শক্তিদা নিজে আসবেন এখানে । আপনাকে নিয়ে যেতে ।' অনিশ্চয়তার হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিলাম, ননভেলেবল ওয়ারেণ্ট এড়াতে । কলেজে পড়ি । ফার্স্ট ইয়ার । কমিউনিস্ট পার্টি করতে গিয়ে জেল খাটতে হলো । জেল থেকে বেরিয়ে, আর এক বিচ্ছিরি গণ্ডগোলে ফেঁসে গিয়ে, ডেকে আনি এই বিপদ । আমার নামে বেরিয়ে গেলো ওয়ারেণ্ট । তাও ননভেলেবল । কবি হিমাদ্রি দেব ও আমার সহপাঠী নূপুরের প্ররোচনায়, দশদিন আত্মগোপন করে থাকার পর, শিলচরে পালিয়ে যাই । আমার মা তখন হাত ভেঙে বিছানায় পড়ে আছেন । ঘরেও যেতে পারিনি মাকে দেখতে । এই অবস্থায় পালাতে হলো শিলচরে, যে শহর আমার অচেনা, যে শহরের কাউকে চিনি না আমি । এক অনিশ্চয়তা থেকে এসেছি আর এক অনিশ্চয়তায়, শুধু কবিতার জন্য । কাল আবার পাড়ি দেবো আর এক অনিশ্চয়তায় !

3.
ট্যাক্সিতে করে, যেখানে আমাকে নিয়ে এলেন শক্তিদা, সে জায়গাটাকে বলা হতো সাহেবপাড়া । অর্থাত্‍ ১৬ নম্বর থিয়েটার রোড । এখন সেখানে বিকে মার্কেট । আগে এখানে ছিলো অরূপ গুহঠাকুরতার রেকর্ডিংয়ের অফিস । রুমা গুহঠাকুরতাকে কে না চেনে ? ঐ বিশাল বাড়ির গেট দিয়ে ঢুকে ডানদিকে ডাঃ কালীকৃষ্ণ গুহর চেম্বার । মূলত প্যাথোলজি হাউস । অনেকগুলি ঘর । তার একটাতে আমাকে নিয়ে ঢুকলেন শক্তিদা । 'এই যে, কালীদা, ছোকরাটাকে নিয়ে এলাম । এবার একে মানুষ করার দায়িত্ব আপনার ।' বলে সামনের একটা চেয়ারে ধপাস করে বসে পড়লেন শক্তিদা । দরজার পাশে দাঁড়িয়ে আছি আমি । সামনে বিশালদেহী এক বয়স্ক ভদ্রলোক । দেখতে অনেকটা হিন্দি সিনেমার জগগুর মতো । মিলিটারি ছাটের চুল, মুখে চুরুট । আমার দিকে তাকালেন তিনি । 'কবিতা লেখো ?' বাজখাই গলা কাকে বলে সেই প্রথম জানলাম । হঠাত মেঘগর্জন হলে যেভাবে চমকে ওঠে লোক, সেভাবেই চমকে উঠলাম আমি । বলা ভালো, আঁতকে উঠলাম । কোনোরকমে ঢোক গিলে, মাথা নাড়লাম । হ্যাঁ । 'শোনাও একটা ।' বুঝলাম, রীতিমতো আমার ইন্টারভিউ নিচ্ছেন তিনি । অর্থাত্‍ এই ইন্টারভিউতে পাশ করতেই হবে আমাকে । শক্তিদা এবার আমার মুখের দিকে তাকালেন । মনে করতে লাগলাম, সাম্প্রতিককালে কোন কবিতাটি আমার লোকে ভালো বলেছে । তখনই, মনে পড়ে গেলো রূপসীবাড়ির কথা । তোমাদের লালবাড়ির কথা । আমি শোনালাম তার একটা । তিনি চুপ করে রইলেন, দুমিনিট । তারপর বললেন, 'বাংলা সাহিত্যে অবজেকটিভ কবিতার ছড়াছড়ি । তুমি সাবজেকটিভ কবিতা লিখবে ।' তারপর, 'শক্তিদার দিকে ফিরে, বললেন, হাতটা বেশ । ছন্দটা, আরও তুখোড় হতে হবে । ও কে । ওর দায়িত্ব আমার ।' কিছুই বুঝতে পারছি না আমি । আমার কি দায়িত্ব নেবেন তিনি ? শক্তিদার উদ্দেশ্য আসলে কি ? কবিতা লিখতে এসেছি কলকাতা, যে কলকাতার মাত্র দুজনকে আগে থেকে চিনি । একজন শক্তি চট্টোপাধ্যায়, অপরজন নীরেন্দ্রনাথ চক্রবতী । আর তো কাউকে চিনি না । প্রথমদিন, শিয়ালদা স্টেশনে এসে যখন নামলাম, মানুষের ভীড় দেখে ভয় পেয়ে গিয়েছিলাম । উফ । এখানে যদি আমি হারিয়ে যাই, তাহলে আমার কি হবে ? ভয়ে ভয়ে, প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে যখন দাঁড়ালাম, আমাদের কৈলাসহরের রথের মেলার ভীড়ের চাইতেও হাজার গুণ বেশি লোক এখানে । এত লোক কোথায় থাকে ? কোথা থেকে আসে ? রাস্তায় এসে অবাক হয়ে গেলাম, মাথায় বামুনের টিকির মতো টিকি লাগানো গাড়ি যাচ্ছে টিং টিং করতে করতে । সবাই দৌঁড়তে দৌঁড়তে উঠছে । অনেকক্ষণ তাকিয়ে দেখার পর মনে হলো, এ তো খুব সহজ, আমিও পারবো । উঠতে গেলাম, দরজার ঐ হাতলটা ধরতে গেলাম, পারলাম না, চলে গেল গাড়িটা । আর আমি পড়ে গেলাম হুমড়ি খেয়ে । হৈ হৈ করে ছুটে এলো লোকজন । লেগেছে ? কোথায় লাগলো ? দেখে চাপবেন তো ? ট্রামও ইদানিং প্রাইভেট বাসের মতো হয়ে গেছে । বাংলার উন্নতির তো এই হাল । কতকথা, কত লোক । একজন হাত বাড়িয়ে তুলে ধরলেন আমাকে । 'লাগেনি তো ? কোথা থেকে এসেছেন আপনি ? কলকাতায় এই প্রথম ?' পরিস্কার শ্রীহট্টীয় ভাষায় তার উত্তর দিলাম । এই উচ্চারণ শুনে সব লোক উধাও হয়ে গেলো মুহূর্তে । এইই কলকাতা, এখানেই থাকতে এসেছি, এই অচেনার ভীড়ে । ডাঃ কালীকৃষ্ণ আমার দায়িত্ব নেবেন এখন থেকে । তারপর ? তিনি আমাকে বললেন, 'এখানে তিনচারটে ঘর আছে । একটাতে তুমি থাকবে । আরও দুজন কর্মী আছে ।' তিনি থামলেন । তারপর পুনরায় বললেন, 'বিনে পয়সায় তোমাকে থাকতে দেবো না এখানে । আমার ছেলেকে, রোজ সকালে, কামারহাটি গিয়ে, পড়াতে হবে তোমাকে । সেখানেই লাঞ্চ করবে । দুপুর যেভাবে খুশি কাটাতে পারো, বিকেল চারটেয় আবার কামারহাটি যাবে । ছেলেকে পড়িয়ে, ছেলের মাকে নিয়ে, চলে আসবে এখানে । রাতের খাবার রুটি তরকারি এখানেই হবে । পারবে তো ?' কিছু বলতে যাবো, তার আগেই শক্তিদা বলে উঠলেন, 'পারবে না মানে ? আলবত্‍ পারবে ।'
4.
সারাদিন মনমরা । শক্তি চলে যাবার পর, ডাঃ কালীকৃষ্ণও বেরিয়ে গেলেন কোথায় যেন । যাবার আগে বললেন, 'তোমার রুটিন শুরু হবে কাল থেকে । আমার গাড়ি এসে প্রথম দিন নিয়ে যাবে তোমাকে । এরপর থেকে বাসে করেই যাবে আর আসবে ।' বলার মতো কিছু ছিলো না আমার । ছাত্র পড়ানোর শুরু সেই ছোটোবেলা থেকে । কলেজেকালে প্রচুর ছাত্র পড়াতে হতো গ্রাসাচ্ছদনের জন্য । জীবিকা হিসেবে বিরক্তিকর । এই প্যাথোলজি হাউসের ছেলগুলি, বয়সে আমার ছোটো, এসে কথা বললো অনেকক্ষণ । মেদিনীপুর থেকে এসেছে । বুঝলাম, এদের সঙ্গে বেশিক্ষণ আলাপ চালিয়ে যাওয়া অসম্ভব । অথচ থাকতে হবেই এদের সঙ্গে । একটা ঘরে নয়, এটাই বাঁচোয়া । ভালো লাগছিলো না কিছুই । মনে হলো, কলকাতা এসে ভুল করেছি । তার চেয়ে অনেক ভালো ছিলো শিলচর । মহিমালয় ছিলো, প্রান্তঃজ্যোতির রবিবারের পাতা সম্পাদনা করতাম মনের মতো করে, গতি পত্রিকার সাপ্তাহিক কলমের বিনিময়ে দুপুরে সম্পাদকের সঙ্গে লাঞ্চ করতাম ভালোমন্দ । ছিলো শতক্রতু ও মিথিলেশ, শেখর ও তপোধীর । দিদিভাইয়ের কথা তো স্পেশাল । নিজ হাতে কাঁটা বেছে মাছ খাওয়া আমাকে শিখিয়েছে দিদিভাই । কবিতা নিয়ে হৈচৈ, প্রেমতলার ট্রাফিক পয়েন্টে রাত বারোটায় তপোধীরের গলায় অমানুষ সিনেমার গান । কোনোটাই নেই এখানে । কবিতা কি লিখতে পারবো আর কোনোদিন ? কবিতার কথা মনে পড়তেই, দুচোখ বেয়ে নেমে এল অশ্রুধারা । আমার প্রথম এবং শেষ ভালোবাসা এই কবিতা, তার কাছ থেকে দূরে যদি সরে যেতেই হয়, তাহলে বেঁচে থেকে কি লাভ ? সন্ধ্যের একটু আগে গেটের বাইরে এলাম রাস্তায় । উলটোদিকে নাগাল্যাণ্ড ভবন, তার বাঁদিকে ব্রিটিশ লাইব্রেরী । একটু এগিয়ে গিয়ে, রাস্তার এপার থেকে দেখতে লাগলাম লাইব্রেরী । আমাকে কি ঢুকতে দেবে সেখানে ? যেতে পারবো কোনোদিন ঐ লাইব্রেরীতে ? লাইব্রেরী আমার প্রিয়, আমার মনের খোরাক সেখানেই, বই পড়তে পারলে আমার আর কিছু দরকার পড়ে না । যোগব্রতদার ঘরে বই পড়েই সময় কাটিয়ে দিয়েছি সুন্দর । কলেজের লাইব্রেরী ছোটো ছিলো, ফলে সবকটি বই পাঠ করতে সময় লাগেনি বেশি । মনে মনে বললাম, একদিন ঠিক যাবো এই লাইব্রেরিতে । রাত একটু বাড়তেই সাহেবপাড়ার চেহারা পালটে যেতে লাগলো আমাকে অবাক করে দিয়ে । অরবিন্দভবনের সামনে দিয়ে হেঁটে ফিরলাম ১৬ নম্বর থিয়েটার রোডে । ঘরে ঢুকতে যাবো, তিন চারটে গাড়ি এসে থামলো কালীদার চেম্বারের সামনে । সাত-আটজন লোক সেসব গাড়ি থেকে নামলেন, সঙ্গে, মনে হলো, তাদের বউরা । সবার পেছনে নামলেন যোগব্রতদা ও শক্তিদা । সবাই ড়ুকলেন কালীদার চেম্বারে । আমাকে দেখে, কাছে ডাকলেন শক্তিদা । তারপর, পাশের একজনকে, আমাকে দেখিয়ে, বললেন, 'সুনীল, এই হলো সমরজিত্‍ । কবিতা লিখবে, বলে, বাড়ি পালিয়ে এসেছে ।' আমি হতভম্বের মত দাঁড়িয়ে রইলাম সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখে, প্রণাম থাক, হাত জোড় করে নমস্কার করতে পর্যন্ত ভুলে গেছি তখন ।
5.
ক্রমে লোকজন আরও এলেন । ডাঃ কালীকৃষ্ণ চ্যাটার্জীর দেখা নেই তখনও । প্যাথোলজি হাউসের ছেলেগুলি তড়িত্‍ গতিতে জলের বোতল, গ্লাস, বরফ ইত্যাদি রেখে দিলো টেবিলে । কেউ একজন বের করলেন অনেকগুলি বোতল । ভাঙা হলো সেগুলি আবার প্রত্যেকের গ্লাসে গ্লাসে ঢালা হলো মুহূতে । আমাকে ডেকে নিয়ে একটা গ্লাস এগিয়ে দিয়ে, শক্তিদা বললেন, 'নে, খা ।' আমি বিব্রত আর থরথর করে কাঁপছি । আমি যে সংস্কারের ভেতর দিয়ে বড় হয়েছি, সেখানে বড়দের সামনে নেশাভাং করার রীতি নেই । তবুও রীতিভাঙায় আমার জুড়ি ছিলো না সেখানে । প্রথম যেদিন সিগারেট খেতে শিখি বন্ধুদের পাল্লায় পড়ে, তখন সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি, এক প্যাকেট ক্যাপস্টেন কিনে ঘরে যাই । বাবার ঘরের সামনে গিয়ে, একটা সিগারেট ধরিয়ে বাবাকে ডাকি, 'বাবা...' তিনি ঘর থেকে বেরিয়ে এলে বলে ওঠি, 'আজ থেকে সিগারেট ধরলাম । এখন আমি এডাল্ট । এই দেখো ।' বলে, ধোঁয়া ছাড়লাম সিগারেটের । তিনি, 'শুয়োরের বাচ্চা একটা' বলে, মুখের উপর দরজা দিলেন বন্ধ করে । হা হা হা করে হেসে উঠলাম আমি । বললাম, 'শুয়োরটা তো আপনি নিজেই । একটা খাঁটি রামশুয়োর ।' মা দৌঁড়ে এলেন আমাদের ঘর থেকে, আমাকে দেখে, আঁতকে উঠলেন, 'সিগারেট ধরেছো ? তা টাকা যোগাবে কে ?' আমার হাসি কি আর থামে ? কাকা ধারে কাছে কোথাও ছিলেন, এগিয়ে এসে, আমার মুখে সিগারেট দেখে বলে উঠলেন, 'আর আছে ? আমাকে একটা দে ।' রীতি ভাঙতে ভাঙতে এলেও, এখানে থর থর করে কাঁপছি । এঁরা আমার স্বপ্নের জগতের মানুষ । কতদিন, কত কত রাত 'আমি কীরকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ' আউড়ে গেছি একা একা । সেই প্রিয় কবি, শক্তিদা, ততক্ষণে জেনে গেছি, আয়ান রশীদ খান, বরুণ চক্রবর্তীরা আছেন এখানে, তাদের সামনে রীতি ভাঙার সাহস দেখাবার মুরোদ নেই আমার । যোগব্রতদা ত্রাণকর্তা, তিনি পাশ থেকে বলে উঠলেন, 'সমরজিত্‍ মদ খায় না, শক্তিদা ।' হো হো করে হেসে উঠলেন শক্তিদা, বললেন, 'ব্যাটা, মদ না খেলে কবিতা লিখবে কি করে ? অ্য: !'

6.
কামারহাটি, ভেবেছিলাম, ধারে কাছে কোথাও হবে, বেহালা বা টালিগঞ্জের মত, চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পথ । হা হতোস্মি ! এ যে ব্যারাকপুরের প্রায় কাছে । অন্তত প্রথমদিন তাই মনে হলো আমার । শ্যামবাজার থেকে টালাপার্ক হয়ে চিড়িয়া মোড়, সিঁথির মোড়, ডানলপ, রথতলা, গাড়ি এগিয়ে যাচ্ছে বি টি রোড ধরে । বি টি রোড বলতেই মনে পড়ে গেলো, ক্লাস ইলেভেনে থাকতেই সমরেশ বসুর উপন্যাস বি টি রোডের ধারে পড়ে ফেলেছি স্কুলের পড়া ফাঁকি দিয়ে । তখন গোগ্রাসে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়, জ্যোতিরিন্দ্র নন্দী । তাদের চোখ দিয়ে আবিষ্কার করছি আমার কলকাতাকে । নায়কের প্রবেশ ও প্রস্থান পড়ে রীতিমতো ভক্ত হয়ে গেলাম মতি নন্দীর । কলকাতার গলির এমন জীবন্ত বর্ণনা, মধ্যবিত্তদের টানাপোড়েন, পড়তে পড়তে, অনুভব করতে শুরু করি তখন থেকেই । বি টি রোডের ধারে আমাকে চমকে দিয়েছিলো এখানকার জীবনযাপনের চিত্র দেখে । সেই বি টি রোড ধরে এগিয়ে যাচ্ছি আমরা । শেষপর্যন্ত পানিহাটির মোড়ে এসে গাড়ি বাঁক নিল বাঁদিকে । প্রায় এক দেড় কিলোমিটার এগিয়ে গিয়ে গাড়ি থামলো একটা বাড়ির সামনে । বাড়িটি কলকাতার মত নয় । শহরতলী তথন শহরতলীই । দালান ঘর । ডানদিকের একটা ঘরে আমাকে নিয়ে গেলেন ভেতরের এক ঘরে । আভিজাত্যের ছাপ আছে, অথচ কোথাও যেন মনে হলো, তা বড় ম্রিয়মান । এক ছোটোখাটো মিষ্টি চেহারর এক মহিলে এলেন ঐ ঘরে । পেছনে একটি ছয়সাত বছলের ছেলে । বুঝতে অসুবিধে হলো না, যে, এই ছেলেটিই আমার ছাত্র । একে দেখে, শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টারকে মনে পড়ে গেলো আমার ।

7.কামারহাটি থেকে থিয়েটার রোড ক্রমে হয়ে ওঠে পরিচিত । আমার ছাত্রটি বেশ তুখোড়, ফলে খাটনি ছিলো কম । অনেকদিন পড়া ফাঁকি দিয়ে আমরা চলে যেতাম গঙ্গার ঘাটের দিকে । ওকে শোনাতে হতো নানা গল্প । এত স্টক কি আমার আছে ? ফলে বানাতে হতো গল্প যার কোনো মাথামুণ্ডু নেই । অনেক সময় বিরক্ত হতাম । কেন না, গল্পের দুটি বাক্য শেষ হবার আগেই ছাত্রটি বলে উঠতো, তারপর ? এই তারপর কথাটির তাড়া ব্যতিব্যস্ত করে রাখতো আমাকে । শেষপর্যন্ত এক উপায় বের করলাম । তাও ছোটোবেলায় আমার কাকার গল্প বলার এক কৌশল । আমি ছেলেটিকে বলতাম এক ব্যাধ এর কাহিনী । ব্যাধ একবার এক জাল পেতে অসংখ্য পাখি ধরে ফেলে । অসহায় পাখিগুলি জালের ভেতর ছটফট করতে করতে হাল ছেড়ে দিলো হতাশ হয়ে । তখনই একটা পাখি লক্ষ্য করলো, জালে একটা ছিদ্র । পাখিটি ছিদ্র দিয়ে তার ঠোঁট ঢুকিয়ে দেখলো, বেরুতে পারছে কিনা । দু একবার চেষ্টা করতেই ফুড়ুত্‍ করে বেরিয়ে গেলো জাল থেকে । আমার ছাত্রটি সঙ্গে সঙ্গে বলে উঠলো, তারপর ? হাসলাম । তার মাথার চুল ঘেঁটে দিয়ে বললাম, আর একটা পাখিও আগের পাখিটির অনুসরণ করে সেই ছিদ্রটি দিয়ে ফুড়ুত্‍ । তারপর ? এবার তৃতীয় পাখিটিও ফুড়ুত্‍ । তারপর ? ছাত্রের কণ্ঠে উত্‍কণ্ঠার ছাপ । ফুড়ুত্‍ । এভাবে ক্রমে কাহিনীর শব্দ সংখ্যা গেলো কমে । গল্প শুধু নয়, অংক পড়াতে গেলেও অনেক কথা বলতে হতো তার সঙ্গে । একদিন, একটা গুণ অংক নিয়ে ঝামেলায় পড়ে গেলো । তাকে বললাম, পৃথিবীতে যোগবিয়োগ ব্যতীত আর কোনো বিশুদ্ধ অংক নেই । এই যে গুণ দেখছো, আসলে এটা একটা যোগ মাত্র । ৩ x ৫ = ১৫ আসলে ৩ + ৩ + ৩ + ৩ + ৩ = ১৫ অর্থাত্‍ পাঁচটা তিনের সমাহার এটা । অংক এভাবেই শিখেছি ছোটবেলায় আমার শিক্ষক সুহাস মিশ্র স্যরের কাছে থেকে । অংক আমার কাছে একটা খেলামাত্র । সেই আমি অংক নিয়ে পড়তে পারিনি, বলে, আফশোস করি সবসময় । অংক যে খেলামাত্র, জেনে যাবার পর, অংকে তত্‍পর হয়ে ওঠে আমার ছাত্রটি । এতে আমার পরিশ্রম বেঁচে যায় অনেকখানি । গৃহশিক্ষকতা আমার কাছে নতুন নয়, ফলে, তেমন অসুবিধে হলো না এক্ষেত্রেও । সন্ধ্যেবেলা তাড়াতাড়ি পড়িয়ে চলে আসতাম থিয়েটার রোড । একদিন, কামারহাটি থেকে ফিরে এসে দেখি, বাইরে, একটা খাটিয়ায় চিত হয়ে শুয়ে আছে রাজপুত্রের মত এক যুবক । আমারই বয়সী । ভেতরে ঢুকতেই, যোগব্রতদা বললেন, আপনার দেশের ছেলে । দীপংকর । দীপংকর সাহা ।

8.
দীপংকর আগরতলার ছেলে । বাবা ইউবিআই এর এজেন্ট, এখন তাদের ব্রাঞ্চ ম্যানেজার বলা হয় । মিলিত কান্নাকাটি বলে ওর কবিতার একটি পুস্তিকা ইতিমধ্যে বেরিয়েছে । হাংরি কবি প্রদীপ চৌধুরীদের সংস্পর্শে এসে রীতিমতো হাংরি কবি সে । কলকাতায় শিল্পী অসিত পাল এর চলমান শিল্প আন্দোলনের সঙ্গেও জড়িত । চলমান শিল্প আন্দোলন তখন কলকাতার অন্যতম আলোচিত বিষয় । কলকাতার সকল দেয়াল ছবি আর কবিতায় ভরিয়ে দেওয়া হচ্ছে, খবরের কাগজও মাতামাতি করছে এনিয়ে । কবি সমরেন্দ্র দাস থেকে শুরু করে তরুণ শিল্পী পার্থপ্রতিম গঙ্গোপাধ্যায়, তপশ্রী সেন, সুতনুকা বাগচি, কে নেই এই আন্দোলনে ? ১৬ নম্বর থিয়েটার রোডের এই নৈশঠিকানায় কি করে সে এলো, সেই রহস্য প্রকাশিত নয় আজও । এসেছে একেবারে বেহুঁশ অবস্থায় । যখন হুঁশ ফিরলো, বললাম, 'আমি সমরজিত্‍, ত্রিপুরার ।' নেশাচ্ছন্ন চোখে তাকালো আমার দিকে. তারপর হাত বাড়িয়ে বললো, 'দীপংকর, হার্ডিঞ্জে থাকি । তোমার কথা শুনেছি ।' সে রাত থেকে দুজনে বন্ধু হয়ে যাই । তার হার্ডিঞ্জ হোস্টেলে বহুবার গেছি, সেও এসেছে আমার কাছে । তার সঙ্গে অসিত পালদের চলমান শিল্পের শনিরবির আড্ডায় গেছি অনেকবার । পরের দিকে নিয়মিত যেতাম এস্প্ল্যানেডের গম্বুজের নিচের আড্ডায় । সে আর এক গল্প । থিয়েটার রোডের এই নৈশ আড্ডায়, একদিন, আমার কাঁধে চাপানো হলো ভয়ংকর এক দায়িত্ব । রোজ রাতে ঘরে পৌঁছে দিতে হবে শক্তিদাকে । তার আগে, শক্তিদার চশমা এবং ঘড়ি খুলে পকেটে রেখে দিতাম । সন্দীপন চট্টোপাধ্যায় বলে দিলেন, 'শোনো, রোজ ঘড়ি ও চশমা হারাবার বিশ্বরেকর্ড তোমার শক্তিদা ব্যতীত আর ইহসংসারে কারও নেই । এটা ভুলে যেও না ।' পাশ থেকে শমিত ভঞ্জ, চলচিত্র নায়ক, ফোড়ন কাটলেন, 'আপনার বিশ্বরেকর্ডের কথাটিও বলে দিন ।' হো হো করে হেসে উঠলেন সবাই । ডাঃ কালীকৃষ্ণ চট্টোপাধ্যায় বললেন, 'সন্দীপন এখনও রেকর্ড করতে পারেনি । পাঁচ ছ'বার নেশার ঘোরে জামাপ্যাণ্ট আণ্ডারওয়্যার সহ হারিয়ে ফেলেছে, বলে, একে রেকর্ড বলা যায় না ।' আবার হাসির ফোয়ারা । রাত তিনটে পর্যন্ত তরল আড্ডায় বুঁদ হয়ে থেকে, যে যার গাড়ি করে চলে গেলেন তারা । সন্দীপনদা ডাঃ চাট্যার্জির গাড়িতে । থেকে গেলেন শক্তিদা । তিনি আমার কাঁধে ভর দিয়ে, কোনো রকমে এলেন রাস্তায় । ট্যাক্সি ধরতে হবে বণ্ডেল রোড যাবার । রাতের ট্যাক্সি কখনই মনোমতো জায়গায় যেতে চায় না । নর্থ কলকাতা বললে, বলবে, বালিগঞ্জ যাচ্ছে । ঠকে ঠকে এটা শিখেছি । পথে নেমে ট্যাক্সি ডাকছি, ধরতে পারছি না । পেছন ফিরে তাকাতে দেখি, একটা ট্রাক থেকে নেমে আসছে পাঞ্জাবী ড্রাইভার আর একজন পাঞ্জাবী । 'আরে, সাহেবজী, ইয়ে আচ্ছা হুয়া । আজ হাম ইয়ে রাতকো রঙীন বানায়েঙ্গে ।' দেখলাম, শক্তিদা দুজনের কাঁধে ভর দিয়ে, পুনরায়, চেম্বারের দিকে হাঁটতে শুরু করলেন । দুই পাঞ্জাবীর বগলে দুই বোতল । মাঝরাস্তা থেকে এই অলৌকিক দৃশ্য দেখতে দেখতে ভুলে গেলাম, ভোর হতে বাকি নেই আর ।

No comments:

Post a Comment