একটি কথার ফাঁকে ওঠলো জ্বলে আগুন,
বললে নাকি, ভাগুন ?
আগুন বুঝি ? নদীর বুকে রহস্যময় লাভা,
আমার দেহে তারই নানান আভা,
দেখতে পাচ্ছো, প্রেমের মত বিষাদগ্রস্ত
চোখে কেমন যেন সূর্য গেল অস্ত !
বললে নাকি, ভাগুন ?
আগুন বুঝি ? নদীর বুকে রহস্যময় লাভা,
আমার দেহে তারই নানান আভা,
দেখতে পাচ্ছো, প্রেমের মত বিষাদগ্রস্ত
চোখে কেমন যেন সূর্য গেল অস্ত !
No comments:
Post a Comment