কাল
আমি রাজা । যে যা চাইবে, সব দিয়ে দেবো । খাজাঞ্চিকে বলে দিয়েছি, ভাণ্ডারের
অর্গল খুলে দিতে । কোটালকে বলেছি, কারও কোনো সমস্যা যেন না হয় । সকাল থেকে
প্রস্তুত থাকে যেন রাজকর্মচারিগণ । বসন্তসেনাকেও খবর দিতে বলেছি কবি মাঘ
সহ আসতে । প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছি, নিজে দাঁড়িয়ে থেকে সব দেখভাল
যেন করেন । ভ্যালেনটাইন ডে বলে কথা ! আজ চুমু খেয়েছে সবাই, তারপর কাল কি
হবে, এটা যেন আর বলে দিতে না হয় । আমার রাজ্যের প্রধান ধর্ম প্রেম ।
ধর্মপালন রাজার কর্তব্য ।
No comments:
Post a Comment