মতিচ্ছন্ন
দুপুরের বুকে হাত রেখে বুঝেছি, উষ্ণতা কাকে বলে । উঠছে নামছে উঠছে নামছে ।
তার নাকফুলে লেগে আছে এক ফোঁটা ঘাম । ঘাম নয়, স্বেদ । সমগ্র জগত তখন দুলছে
। বন্ধ ঘরে চিত্ হয়ে শুয়ে আছে দুপুর, শরীর নগ্ন, এই দৃশ্যে কামপরবশ
কালিদাস লিখে উঠবেন আর এক কুমারসম্ভব । কালিদাস নই, সামান্য লেখক আমি,
পরজন্ম থেকে বসে আছি দুপুরের সঙ্গে, দেহের অতীত এ খেলায় ।
No comments:
Post a Comment