Thursday, February 20, 2014

আশা ও নিরাশা এক বক্ররেখার দুই বিন্দু, যে রেখাটি আর একটু এগিয়ে গেলে নিরাশা হয়ে যায় আশা আর আশা পরিণত হয় নিরাশাতে । এই জ্যামিতসূত্র আমরা অনেকেই জানি না, বলে, কথায় কথায় সীলমোহর দিই কারও কারও পিঠে, বলি, ক আশাবাদী খ নিরাশাবাদী যা আসলে প্রমাণসাপেক্ষ ।

No comments:

Post a Comment