Thursday, February 20, 2014

ঐ জানালাটির নাম রাখি বন্ধু । এই মন খারাপের দিনে, সে এনেছে চুল ওড়ানো হাওয়া, আর মাদীফুলের সবুজ গন্ধ । এই খোলা বইটির নাম দিই সঙ্গী । প্রতিটি অক্ষর দিয়ে মুছে দিচ্ছে ক্লান্তি । আর ঐ ঘরের বিছানাটি, যে অপেক্ষা করে আছে, রাত হলে, তার বুকে মুখ গুঁজে শুয়ে পড়ব কখন, তার নাম দিই বউ । আজ আর একা নই, কোকিল ডাকবে বলে বসে নেই, এই অসম্ভব রাতে, মেতে উঠেছি তাদের নিয়ে, আর খেলাটির নাম রাখি, প্রেম ।

No comments:

Post a Comment