জমে ওঠেছিল পিকনিক । কফির ধোঁয়ায় ঢেকেছিলো ফরেস্টবাংলোর ঐ আকাশ, দূরে চিড়িয়াখানার নিরীহ বানরকুল, রয়েলবেঙ্গল, হিপোপটমাস ও ভালুক । অজগর ও মুরগী মুখোমুখি, যেন সার্কাসের খেলা । লেকের নিভৃত জলে বুনোপাখি । পিকনিক জমে ওঠে ক্রমে । মাংসের গন্ধ ঢেকে যাচ্ছে মিশ্র দরবারি রাগে । এই পিকনিকে এসে, দেখি, অনস্তিত্ব ছুটে যাচ্ছে অস্তির সকাশে । সেখানে কি তুমি থাকো ?
No comments:
Post a Comment