ডুব দিই জলে, ভাসি পুনরায়, ও পুকুর, আগুন পেতেছো মেলে । ডুব সাঁতারের এই খেলা অন্তহীন । যেন এক ডিঙি নৌকা ডোবে আর ভাসে, যেন হাঁস, প্রখ্যাত সাঁতারু, জলের উচ্ছ্বাস দেখে, তীব্র হয় খেলা । উচ্ছ্বাস আগুনজলে, লোহাস্পর্শে, শীত্কারধ্বনির সমান হূ হূ ঐ বাতাসে, যেন ক্ষমতা দখলকারী মিছিলের ঢেউ, আছড়ে পড়ছে । ও পুকুর, তুমি পূণ্য, তুমি মোক্ষ, তুমি সেই ধর্মগ্রন্থ, আজানের আর্তি তুমি, এই ইহকাব্যে প্রধান চরিত্র তুমি, গূঢ় সাঁতারুরা জানে । আগুনের জলে নেমে, এই বৃথাজন্মে, কিছুটা জেনেছি তোমার কল্যাণে ।
No comments:
Post a Comment