আমাকেও কেউ কেউ আনফ্রেণ্ড করেছেন, ব্লক করেছেন, আবার ব্লক করেও, পুনরায়, পাঠিয়েছেন ফ্রেণ্ড রিকোয়েস্ট । রোজ আট দশজন বন্ধু হতে চাইছেন, তাদের অনেককেই গ্রহণ করেছি বন্ধু হিসেবে । কামার্ত পুরুষ হিসেবে যতটা পরিচয়, তার চেয়ে বেশি পরিচিত উদ্ধত বলে । কেউ আবার বলেছেন, আমি আসলে কোকাপণ্ডিতের চেলা হিসেবে লিখছি । এসব আমার ইনবক্সতথ্য । আবার শুভেচ্ছাও পাঠাচ্ছেন অনেকেই । তাদের ভালোবাসায় আপ্লুত আমি । ভালোবাসা কে না চায় ? এর ফাঁকে এটুকু বলি, আমি এসবের কিছু নই । আমি মূলত সেই অনস্তিত্ব, যাকে ঘিরে শুধু শূন্য অন্ধকার ।
No comments:
Post a Comment