Tuesday, January 28, 2014

মেঘ না চাইতেই বৃষ্টি, কি করে বলি, বৃষ্টি তো আর আসেনি ঘরে, বরং রূপালি এক রেখা দেখেছি, মেঘ বলি তাকে, এ সেই ইশারা, যার প্রান্ত ধরে নেমে এসেছো, না, এই ঘরে নয়, পা যেখানে রেখেছো, সে আসলে এক মৃতনাভিদেশ, দূরে কুয়াশাচ্ছন্ন বদ্বীপ, প্রকৃত কীর্তন ছাড়া যে দ্বীপের ঘুম কখনো ভাঙে না । কীর্তনের কথা মনে আছে তোমার ?

No comments:

Post a Comment