@ ভোটদাতার অঙ্গীকার @ ভারতীয় নাগরিক হিসেবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে অঙ্গীকার করছি যে, আমরা আমাদের দেশের গণতান্ত্রিক তথা স্বাধীন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরম্পরাকে ধরে রাখবো । প্রতিটি নির্বাচনে নির্ভীকভাবে এবং ধর্ম, জাতি, সম্প্রদায়, ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে এবং কোনও প্রকার প্রলোভনে প্রলুব্ধ না হয়ে ভোটদানে রত থাকবো ।
No comments:
Post a Comment