২৫ জানুয়ারি ১৮২৪ এক মহাকবির জন্মদিন । তিনিই বাংলা কবিতার জগতকে আলোড়িত করে তুলেছিলেন, বাংলা নাটকের ভুবনকে নতুন রূপ দিয়েছিলেন, তিনি পরম কবি মাইকেল মধুসূদন দত্ত । এই দিন মিডিয়ার অন্ধকারে প্রতিষ্ঠানের উদাসীনতায় থেকে গেছে আড়ালে, যেমন থেকে যায় জীবনানন্দের জন্মদিনও । আজ এই দিনটিতে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিলোনীয়া জন-গ্রন্থাগারে আয়োজন করা হয়েছে কবিসম্মেলন ! দীন, তবে আন্তরিক ।
No comments:
Post a Comment