একে একে নিভিছে দেউটি...
কথাটা অনুভব করি ! যাদের আশা ছিল খুব, উচ্চাকা ঙ্খা খুব, তাদের দলে, রিজার্ভ বে ঞ্চে বসার ইচ্ছে ছিলো না কোনোদিন ! সান্নিধ্যপ্রিয়তা কথাটা ভুল না সঠিক, জানি না আজও ! জীবন দুদিন বৈ তো কিছু নয়, জানি বলে, কলম ধরেছিলাম বাজি রেখে ! প্রতিভাহীন, কল্পনাহীন, শিক্ষাহীন, এক লোক আমি ! ভালোবাসাকে ধর্ম মেনে শব্দকে করেছি পূজা !
ই-কারই শক্তি, জেনে, রাত্রির ভজনাও করেছি !
সন্ধ্যাই সত্য, জেনে, আহ্নিকের বদলে মজেছি তার রূপে !
ফলে, একে একে মুছে যাচ্ছে শব্দ, বাক্য, কারক, সন্ধি ও সমাস !
দেউটির মত নিভে যাচ্ছে তারা !
কথাটা অনুভব করি ! যাদের আশা ছিল খুব, উচ্চাকা ঙ্খা খুব, তাদের দলে, রিজার্ভ বে ঞ্চে বসার ইচ্ছে ছিলো না কোনোদিন ! সান্নিধ্যপ্রিয়তা কথাটা ভুল না সঠিক, জানি না আজও ! জীবন দুদিন বৈ তো কিছু নয়, জানি বলে, কলম ধরেছিলাম বাজি রেখে ! প্রতিভাহীন, কল্পনাহীন, শিক্ষাহীন, এক লোক আমি ! ভালোবাসাকে ধর্ম মেনে শব্দকে করেছি পূজা !
ই-কারই শক্তি, জেনে, রাত্রির ভজনাও করেছি !
সন্ধ্যাই সত্য, জেনে, আহ্নিকের বদলে মজেছি তার রূপে !
ফলে, একে একে মুছে যাচ্ছে শব্দ, বাক্য, কারক, সন্ধি ও সমাস !
দেউটির মত নিভে যাচ্ছে তারা !
No comments:
Post a Comment