রাস্তা
ঐ রাস্তা, পদ্মরাগ রঙ যার উপর ঢেলে দিয়ে চলে গেছে কেউ,
মনে হয়, সূর্যাস্ত হবার আগে, পৌঁছে যাবে তোমার কাছে ।
সূর্যাস্ত কোথায় হয়, তুমি জানো ? আমার তো সূর্যোদয় নেই,
সূর্যাস্ত নেই । তবু, ঐ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তোমার দিকে ।
---গোধূলিরচিত থেকে
ঐ রাস্তা, পদ্মরাগ রঙ যার উপর ঢেলে দিয়ে চলে গেছে কেউ,
মনে হয়, সূর্যাস্ত হবার আগে, পৌঁছে যাবে তোমার কাছে ।
সূর্যাস্ত কোথায় হয়, তুমি জানো ? আমার তো সূর্যোদয় নেই,
সূর্যাস্ত নেই । তবু, ঐ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তোমার দিকে ।
---গোধূলিরচিত থেকে
No comments:
Post a Comment