ধুলি ও আগুন, আমাকে গ্রহণ করো !
নশ্বরতা, তোমাকে প্রণাম করি আজ !
যারা কথা দেয় অথচ রাখে না, তাদের উজ্জ্বল মুখ আলোকিত করো !
নীল পানপাত্র, মানচিত্র খুলেছি আরেকবার,
সকল পতনচিহ্ন ধরে এগিয়েছি
নিঃশব্দে, তোমার দিকে...
নশ্বরতা, তোমাকে প্রণাম করি আজ !
যারা কথা দেয় অথচ রাখে না, তাদের উজ্জ্বল মুখ আলোকিত করো !
নীল পানপাত্র, মানচিত্র খুলেছি আরেকবার,
সকল পতনচিহ্ন ধরে এগিয়েছি
নিঃশব্দে, তোমার দিকে...
No comments:
Post a Comment