মার্ক্সসাহেব বুঝেছিলেন, অর্থই মূল ।
ফ্রয়েডসাহেব বুঝেছিলেন, যৌনতাই সার ।
রুশো অনুভব করেছিলেন, মানুষের মুক্তি নেই কোথাও ।
মাও দে জং জেনেছিলেন, বন্দুকের নলই ক্ষমতার উৎস ।
রামকৃষ্ণ বুঝেছিলেন, যত মত তত পথ ।
যিশু ত্যাগের মহিমাকেই ভেবেছিলেন সার ।
ভারতীয় ঋষিরা উপলব্ধি করেছিলেন, চরৈবতি । চলাই জীবন ।
মহম্মদের এক হাতে তরবারি, অপর হাতে কল্যাণমুদ্রা ।
গৌতমবুদ্ধ জেনেছিলেন, নির্বানই সার ।
চাষী জানে, কৃষিই জগত । শ্রমিক পিস্টন ।
আর, কবি জানেন, ভালোবাসাই আসল ।
আমি এক মূর্খ পাঠক, এসব কিছুই না জেনে, তাকিয়ে আছি
ভাঙা সেতুটির দিকে !
ফ্রয়েডসাহেব বুঝেছিলেন, যৌনতাই সার ।
রুশো অনুভব করেছিলেন, মানুষের মুক্তি নেই কোথাও ।
মাও দে জং জেনেছিলেন, বন্দুকের নলই ক্ষমতার উৎস ।
রামকৃষ্ণ বুঝেছিলেন, যত মত তত পথ ।
যিশু ত্যাগের মহিমাকেই ভেবেছিলেন সার ।
ভারতীয় ঋষিরা উপলব্ধি করেছিলেন, চরৈবতি । চলাই জীবন ।
মহম্মদের এক হাতে তরবারি, অপর হাতে কল্যাণমুদ্রা ।
গৌতমবুদ্ধ জেনেছিলেন, নির্বানই সার ।
চাষী জানে, কৃষিই জগত । শ্রমিক পিস্টন ।
আর, কবি জানেন, ভালোবাসাই আসল ।
আমি এক মূর্খ পাঠক, এসব কিছুই না জেনে, তাকিয়ে আছি
ভাঙা সেতুটির দিকে !
No comments:
Post a Comment