প্রেম নয়, প্রীতি নয়, সচ্ছ্বলতা নয়,
আর এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে
খেলা করে
আমাদের ক্লান্ত করে
ক্লান্ত, ক্লান্ত করে !
আর এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে
খেলা করে
আমাদের ক্লান্ত করে
ক্লান্ত, ক্লান্ত করে !
No comments:
Post a Comment