গল্পটা
সকলের জানা, তবু মাঝে মাঝে হানা দেয় অপরিচিতের মত, অবয়বহীন না কি
মুণ্ডহীন, কণিষ্কের মত সে দাঁড়িয়ে থাকে, কোনো এক পাঠকের অপেক্ষায়,
অনাদিকালের পাঠক সে, পাঠোদ্ধার করবে বিবর্ণ অক্ষরগুলি লেহন করতে করতে !
গল্প ও পাঠক থেকে দূরে আমার মূষিকজন্ম ত্রাণশিবিরের ডাল ও লবণে খুঁজে নিচ্ছে পরমার্থ !
গল্প ও পাঠক থেকে দূরে আমার মূষিকজন্ম ত্রাণশিবিরের ডাল ও লবণে খুঁজে নিচ্ছে পরমার্থ !
No comments:
Post a Comment