মুখ
লুকোবার জায়গা আর নেই, ধর্ষণ, হত্যা, ধর্ম ও রাজনীতির নামে হানাহানি,
সংখ্যাগুরুর আগ্রাসন, খবরের কাগজ, টিভি, সর্বত্র একই দৃশ্য, যা দেখে, মানুষ
হিসেবে পরিচয় দিতেই লজ্জা করে এখন !
ফলে, মুখ লুকোতে চাই, আর সে জায়গাটাই আর নেই !
ফলে, মুখ লুকোতে চাই, আর সে জায়গাটাই আর নেই !
No comments:
Post a Comment