এই রাত মরা কাঁঠালের,
এই ঘর শ্যাওলা ঘাটের...
জানালার ওপারে থাকে সে
এপারে একটি ঘুঘু, একা...
এই ঘর শ্যাওলা ঘাটের...
জানালার ওপারে থাকে সে
এপারে একটি ঘুঘু, একা...
মাঝখানে নীরবতা, আর
এস্রাজের ছেঁড়া কণ্ঠনালী
জেগে আছে বড় অসহায়
ইনসমনিয়া...
এস্রাজের ছেঁড়া কণ্ঠনালী
জেগে আছে বড় অসহায়
ইনসমনিয়া...
No comments:
Post a Comment