আঙুলগুলি নিয়েছো কেটে,
জিহ্বা নেই, উপড়ে নিয়েছো দুই চোখ,
গলা কেটে ঝুলিয়েছো মাথা,
হাঁটু ভেঙে রেখেছো চাতালে...
জিহ্বা নেই, উপড়ে নিয়েছো দুই চোখ,
গলা কেটে ঝুলিয়েছো মাথা,
হাঁটু ভেঙে রেখেছো চাতালে...
তবু এত ভয় ?
কবন্ধ কি কথা বলে ? বলেছে কখনও ?
যে নৈঃশব্দ ঘিরে আছে আজ
আসন্ন ঝড়ের পূর্বাভাস
এটা, জেনে রেখো, সেলুকাস !
কবন্ধ কি কথা বলে ? বলেছে কখনও ?
যে নৈঃশব্দ ঘিরে আছে আজ
আসন্ন ঝড়ের পূর্বাভাস
এটা, জেনে রেখো, সেলুকাস !
No comments:
Post a Comment