একদিন, এই পৃথিবী ছেড়ে, মায়া ছেড়ে, ভালোবাসা ছেড়ে, মদ্যপান ছেড়ে, কবিতা
ছেড়ে, গান শোনা ও আড্ডা ছেড়ে, চলে যাবো কলার উঁচিয়ে ! ফিরে তাকাবো না আর !
কোনো অপবাদ, নিন্দা, অপমান, উপেক্ষা, গ্লানি, প্রত্যাখ্যান তখন আর স্পর্শ
করবে না আমাকে ! শুধু একটি দীর্ঘশ্বাস ঘিরে থাকবে আমার এই শূন্যতাকে !
সেদিনটির জন্য এই বেঁচে থাকা !
সেদিনটির জন্য এই বেঁচে থাকা !
No comments:
Post a Comment