Monday, March 16, 2015

আমি সৌভাগ্যবান, পারিবারিক ক্ষেত্রে আমার যেমন দুই মা, মাতৃভাষাও আমার দুটি, এই দুই ভাষা আমার স্বপ্নের দিগন্ত, বাস্তবের মাটি !
বিষ্ণুপ্রিয়া মনিপুরী এবং বাংলা, এই দুটি ভাষাই তার শহীদ সন্তানের জন্য এখনও নীরবে কাঁদে !

No comments:

Post a Comment