Monday, March 16, 2015

মুক্তমন-ব্লগে, কাল, নিহত হবার আগে, অভিজিত রায় যে লেখাটি লিখেছিলেন, তার কপি না রেখে, খুব ভুল করেছি ! অনেকেই জানতে চাইছেন, কি লিখেছিলেন তিনি ?
আসলে কি লিখেছিলেন অভিজিত রায় ?
ঐ লেখাটি মূলত পদার্থ বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার ও তাদের বক্তব্যের প্রতিপাদ্য !
বিশ্বসংসার, এই মহাবিশ্ব, নক্ষত্রমণ্ডলী, ছায়াপথ সহ সবকিছু সৃষ্টি, না, ঈশ্বর বা আল্লাহ করেননি, তা শূন্য থেকেই সৃষ্ট ! ঈশ্বর বা আল্লাহর হাত এর পেছনে নেই !
শূন্য থেকে কিভাবে সৃষ্ট হলো, পদার্থবিজ্ঞানীরা তাই দেখিয়েছেন প্রমাণ সহ !

আল্লাহ বা ঈশ্বরবিশ্বাসীদের কাছে এ যে ভয়ংকর কথা ! তারা এটা মানবেন কেন ? তাহলে যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ! সকল ব্যবসার সেরা ব্যবসা এই ধর্মব্যবসা ! এটা বন্ধ হয়ে গেলে যে সমূহ সর্বনাশ !
আল্লাহর অস্তিত্বই যদি না থাকে, ঈশ্বরের অস্তিত্বই যদি না থাকে, তাহলে ধর্মও মিথ্যে হয়ে যায় !
আর ধর্ম মিথ্যে হয়ে গেলে, মন্দির-মসজিদ-গীর্জার প্রয়োজন থাকে না, মৌলবী-পুরোহিত বা পাদ্রীর দৌরাত্মও থাকে না !
এত হানাহানিও থাকে না !

No comments:

Post a Comment