Monday, March 16, 2015

আমাকে পছন্দ নয়, জানি,
আমার লেখাকে ?
কৌতুহল নিয়ে চেয়ে থাকি
আনত রেখাকে !
চুম্বনের পর তার ঠোঁট
সামান্য মাতাল !
দুটি হাতে কবিতার বই,
বিষণ্ণ চাতাল !
সদ্য প্রকাশিত এবারের
বইমেলা থেকে,
উন্নত ও দুটি বুক তার
রেখেছিল ঢেকে,
থর থর কেঁপেছিল তবু
পাতার আড়ালে !
জন্মভীরু, পেতে পারতাম
দুহাত বাড়ালে !
লজ্জা না কি ভয়ে দাঁড়িয়েছে
নিচু করে মুখ,
আমাকে পছন্দ নয়, জানি,
লেখাতে কি সুখ
পায়, সেই জানে, কিনে আনে
আমার কবিতা,
একান্ত পাঠিকা, দাবি করে
আধো আচম্বিতা
তরুণী সে, রেখা সুত্রধর,
দেখে, এই কবি !
মূলত লম্পট, কামাতুর,
বহিরঙ্গে ছবি
তার মুখোশের, যেন সন্ত,
ছত্রে ছত্রে ভান !
কিভাবে পছন্দ করে তাকে
সূত্রধর রেখা ?
লেখার আড়ালে এত যার
অন্তর্লীন দেখা,
লাগেনি মোটেও ভালো, তবু
কোনো এক ঘোরে
এগিয়ে দিয়েছে দুটি ঠোঁট
কালান্তক ভোরে !

No comments:

Post a Comment