গতজন্ম, এসো
অভিশাপ, এসো
কুমারী মেয়ের সিঁথি, এসো
আগামী জন্মের দুঃখ, এসো
অভিশাপ, এসো
কুমারী মেয়ের সিঁথি, এসো
আগামী জন্মের দুঃখ, এসো
আজ যৌথ তর্পণের দিন
এসো, অমাবস্যা
এসো, আজ আত্মবলিদান
যে চলে গিয়েছে ফেলে, এসো
যে থেকে গিয়েছো, এসো
শনাক্তকরণ শেষে, এসো
এসো, অমাবস্যা
এসো, আজ আত্মবলিদান
যে চলে গিয়েছে ফেলে, এসো
যে থেকে গিয়েছো, এসো
শনাক্তকরণ শেষে, এসো
No comments:
Post a Comment