লক্ষণগণ্ডীর মত পরিসীমা এঁকে দিয়ে, তুমি
বলেছ, এখানে সূর্যোদয়, তারপর,
বাকি পথ মরুতীর্থে গেছে ।
বলেছ, এখানে সূর্যোদয়, তারপর,
বাকি পথ মরুতীর্থে গেছে ।
তোমার তর্জনী যতদূর যায়, ততদূর দৃষ্টি
যতদূর দৃষ্টি যায়, সেদিকে তাকিয়ে
দেখি, দলে দলে নেমে আসছে বিষণ্ণ পর্যটক
যতদূর দৃষ্টি যায়, সেদিকে তাকিয়ে
দেখি, দলে দলে নেমে আসছে বিষণ্ণ পর্যটক
ক্লান্ত ও হতাশ দিনগুলি ক্রমে উড়ে যেতে থাকে
পরিসীমা থেকে আরও এক আশ্চর্য সংজ্ঞার দিকে ।
পরিসীমা থেকে আরও এক আশ্চর্য সংজ্ঞার দিকে ।
No comments:
Post a Comment