ভেসে যে যাচ্ছিল, তার দুটি চোখ নেই,
কোটরের মধ্যে ত্রাসচিহ্ন
দেখে, উদ্ধারকারীরা মূঢ় আতঙ্কের
মত স্তব্ধ, মুখর কেবল ঢেউগুলি ।
কোটরের মধ্যে ত্রাসচিহ্ন
দেখে, উদ্ধারকারীরা মূঢ় আতঙ্কের
মত স্তব্ধ, মুখর কেবল ঢেউগুলি ।
বিপদসীমার থেকে দূরে, এই শান্ত জনপদ
মেতে আছে তর্কসভা নিয়ে ।
ঢেউহীন জীবন তাদের, নিজের লালারচিত
সন্ধ্যাগান থেকে কিছুটা কৌতুক এনে
দিনাতিপাতের পথে হাঁটে তারা । তবু
কেউ যেন নিয়ে এল ত্রস্ত এক দিন ।
মেতে আছে তর্কসভা নিয়ে ।
ঢেউহীন জীবন তাদের, নিজের লালারচিত
সন্ধ্যাগান থেকে কিছুটা কৌতুক এনে
দিনাতিপাতের পথে হাঁটে তারা । তবু
কেউ যেন নিয়ে এল ত্রস্ত এক দিন ।
ভেসে যে যাচ্ছিল, সে তাদের গতজন্ম ।
No comments:
Post a Comment