বৃষ্টি মানে তুমি,
তুমি ছাড়া এরকম ঝর ঝর ঝর
অসম্ভব, আমাকে ভাসিয়ে
আর কে এভাবে নিয়ে যাবে ?
তুমি ছাড়া এরকম ঝর ঝর ঝর
অসম্ভব, আমাকে ভাসিয়ে
আর কে এভাবে নিয়ে যাবে ?
আমি সেই পথ,
যে পথে আসে না কেউ, আজ
সে পথ ভাসিয়ে নিয়ে গেলে !
যে পথে আসে না কেউ, আজ
সে পথ ভাসিয়ে নিয়ে গেলে !
No comments:
Post a Comment