ফিরিয়ে দেবার আগে দশবার ভাবি,
আসলে কি ফেরাবার মত ?
আসলে কি ফেরাবার মত ?
ভাঙা তালাটির দিকে চোথ
গেলে, দেখি, সেও বলে ওঠে,
আমাকে ফিরিযে দেবে তুমি ?
ছেঁড়া জামাটিও বলে ওঠে অকস্মাৎ
ফিরিয়ে দিও না ।
গেলে, দেখি, সেও বলে ওঠে,
আমাকে ফিরিযে দেবে তুমি ?
ছেঁড়া জামাটিও বলে ওঠে অকস্মাৎ
ফিরিয়ে দিও না ।
মুহূর্তের সুখ, সেও আজ প্রশ্ন করে,
দেবে না কি আমাকে ফিরিয়ে ?
দেবে না কি আমাকে ফিরিয়ে ?
No comments:
Post a Comment