নিজের কবর খুঁড়ে খুড়ে
এসে পৌঁছলাম রুদ্রভৈরবীর কাছে ।
এসে পৌঁছলাম রুদ্রভৈরবীর কাছে ।
তিনি, একা, চরাচর আলো করে আজ
বসে রয়েছেন ।
বসে রয়েছেন ।
কবর যেখানে, তার পাশে
আকাশগঙ্গার ছন্ন ঘর । লোকালয়
আকাশগঙ্গার ছন্ন ঘর । লোকালয়
নেই, ভয় নেই, অপমান নেই । তিনি
আমার মুখের দিকে তাকালেন, আর
আমার মুখের দিকে তাকালেন, আর
বললেন, এসো ।
কবর খনন শেষ হলো ?
কবর খনন শেষ হলো ?
No comments:
Post a Comment