মরণ যাকে ভেবেছিলাম নিদ্রাহীনের চোখে
আসলে তার আগ্রাসনের তীব্র থাবার বুকে
লুকিয়ে ছিল জীবন নামে অন্ধ একটা পাখি
ছিন্ন ডানায় ভর দিয়ে সে হিসেব করে না কি
হিসেব ছাড়া এই শ্রাবণে কোথায় রাখি জল
দু গাল বেয়ে অশ্রু সুখের অই তো টলমল
মরণ বলে চিনেছিলাম জীবন দিয়ে রাখি
বুকের মাঝে আগলে তাকে সর্বনাশের পাখি
আসলে তার আগ্রাসনের তীব্র থাবার বুকে
লুকিয়ে ছিল জীবন নামে অন্ধ একটা পাখি
ছিন্ন ডানায় ভর দিয়ে সে হিসেব করে না কি
হিসেব ছাড়া এই শ্রাবণে কোথায় রাখি জল
দু গাল বেয়ে অশ্রু সুখের অই তো টলমল
মরণ বলে চিনেছিলাম জীবন দিয়ে রাখি
বুকের মাঝে আগলে তাকে সর্বনাশের পাখি
No comments:
Post a Comment