মুখপাতাটির কাছে ঋণ থেকে গেলো,
ঋণ থেকে গেলো তরুণ কবির কাছে !
ঋণ থেকে গেলো তরুণ কবির কাছে !
জানো তুমি, ঋণীদের স্বর্গবাস নেই !
নরকবাসের কথা ভাববো না আর !
নরকবাসের কথা ভাববো না আর !
সন্ধ্যার নরম চুলে মুখ গুঁজে আমি
নদীটির ছলচ্ছল বয়ে যাওয়া দেখি
নদীটির ছলচ্ছল বয়ে যাওয়া দেখি
অন্ধের দেখার মত, অনুভূতি দিয়ে ।
ঋণ থেকে গেলো সন্ধ্যা ও নদীর কাছে ।
ঋণ থেকে গেলো সন্ধ্যা ও নদীর কাছে ।
No comments:
Post a Comment