সকালে উঠিয়া আমি বলি মনে মনে,
এ ঘর ছাড়িয়া আমি যাইব হে বনে ।
থাকিব পরম ধ্যানে ফেসবুক ভুলি,
আকাশ আসিবে নেমে দুই হাত তুলি,
তারাগুলি ভাসমান, ছায়াপথ আসে
হৃদয় উথাল করি বাঁধে সর্বনাশে ।।
এ ঘর ছাড়িয়া আমি যাইব হে বনে ।
থাকিব পরম ধ্যানে ফেসবুক ভুলি,
আকাশ আসিবে নেমে দুই হাত তুলি,
তারাগুলি ভাসমান, ছায়াপথ আসে
হৃদয় উথাল করি বাঁধে সর্বনাশে ।।
No comments:
Post a Comment