Friday, September 18, 2015

ডায়েরির পাতা থেকে
একটু পরেই বন্দনা আসবে, মানে, আমাদের কাজের মাসি । সে এলে, তবে, সকালের চা, ব্রেকফাস্ট, সব ।
ব্রেকফাস্ট করতে করতে, খবরের কাগজ দেখে নেবো । এখন খবরের কাগজ কেউ পড়ে না, দেখে নেয় ।
তবে টাইমস অব ইণ্ডিয়া মাঝে মাঝে পড়তে হয়, আনন্দবাজার হলে, তার দরকার পড়ে না । 
এই একটা কাগজ, খবর নয়, কেচ্ছা ছাপতেই আগ্রহী । জমজমাট কেচ্ছা ।
কেচ্ছা বলতে মনে পড়ে গেল, আমার এই জীবনটাও কেচ্ছার, যেখানে কোনো রামধনু নেই ।
বন্দনা এত দেরি করছে কেন ?

No comments:

Post a Comment