চাল ফুটছিল ডেকচিতে,
আঁচ ছিল না তখন ।
আগুন যখন নিভে গেল
ছ্যাঁকা লাগে গায়ে !
আঁচ ছিল না তখন ।
আগুন যখন নিভে গেল
ছ্যাঁকা লাগে গায়ে !
হায় ! লাগছিল ছ্যাঁকা গায়ে,
লাল ফুসকুড়ি গালে,
হাতের আঙুল পুড়ে গেল
গরম মসুর ডালে ।
লাল ফুসকুড়ি গালে,
হাতের আঙুল পুড়ে গেল
গরম মসুর ডালে ।
হায় ! রাঁধুনীর কী কপাল !
No comments:
Post a Comment