স্নান করে এলে শুদ্ধ রূপে
দেখব, এটুকু বাসনা নিয়ে বসে থাকি
পুকুরঘাটের পশ্চিমে, সেখানে, নারকেল গাছ,
একটা নাগকেশর, আর আম্রপল্লী...
দেখব, এটুকু বাসনা নিয়ে বসে থাকি
পুকুরঘাটের পশ্চিমে, সেখানে, নারকেল গাছ,
একটা নাগকেশর, আর আম্রপল্লী...
দূরে, কৃষ্ণাদ্বাদশীর চাঁদ, তার ছায়া
পুকুরের জলে, না কি ছায়াটি আসলে
তোমার নিজের ?
পুকুরের জলে, না কি ছায়াটি আসলে
তোমার নিজের ?
বিভ্রমের মত তুমি ডুব দাও জলে...
No comments:
Post a Comment