গ্লাসে ঢেলেছি সামান্য বিষ,
নীলকণ্ঠ, এ'বলে তোমার
প্রতিদ্বন্দ্বী ভেবো না আমাকে !
নীলকণ্ঠ, এ'বলে তোমার
প্রতিদ্বন্দ্বী ভেবো না আমাকে !
সমগ্র পুরাণ জুড়ে তুমি,
মীথ হয়ে আছো !
মীথ হয়ে আছো !
কাহারও পরাণ জুড়ে বাসভূমি নেই,
গ্লাসে ঢেলে নিই রাত্রিসুখ ।
গ্লাসে ঢেলে নিই রাত্রিসুখ ।
তুমি একে অসুখ বলো না !
No comments:
Post a Comment