শর্ত এটুকুই,
গণ্ডী টানা আছে, চৌকোণো, তার বাইরে
থাকতে হবে, তাহলে, এসো ।
অন্দরমহলে, মনে রেখো, কোনোদিন
প্রবেশ নিষেধ ।
গণ্ডী টানা আছে, চৌকোণো, তার বাইরে
থাকতে হবে, তাহলে, এসো ।
অন্দরমহলে, মনে রেখো, কোনোদিন
প্রবেশ নিষেধ ।
শর্ত এটুকুই,
যদি রাজি থাকো, বলো, কবুল কবুল !
যদি রাজি থাকো, বলো, অন্দরেবাহিরে
নিকাহ সম্পন্ন হবে, কবুল, কবুল !
যদি রাজি থাকো, বলো, কবুল কবুল !
যদি রাজি থাকো, বলো, অন্দরেবাহিরে
নিকাহ সম্পন্ন হবে, কবুল, কবুল !
শর্ত এটুকুই,
যদি রাজি থাকো,
জীবিত ও মৃতে হনিমুন হবে আশ্বিনের শেষে ।
যদি রাজি থাকো,
জীবিত ও মৃতে হনিমুন হবে আশ্বিনের শেষে ।
No comments:
Post a Comment