একা হবার, একা থাকার, একা হতে পারার শক্তি, একদিন, সত্যিই, ছিল না আমার । নাকি ছিল ?
আজ আর সংশয় নেই, আমি একা হতে পেরেছি !
আজ আর সংশয় নেই, আমি একা হতে পেরেছি !
তুমিই আমাকে এটা শিখিয়েছ, মা, একা হতে গেলে, মানসিক শক্তি দরকার । আজ সে শক্তি, বোধহয়, অর্জন করতে পেরেছি !
No comments:
Post a Comment