তোমাকেই লিখি, বারবার ।
লেখক হতাম যদি, প্রতিটি অক্ষরে
রেখে দিতাম তোমার শ্বাস ।
বুকের ঐ উঠানামা, মেলে ধরা ঊরু,
আর তির তির করে কেঁপে ওঠা ঠোঁট...
লেখক হতাম যদি, প্রতিটি অক্ষরে
রেখে দিতাম তোমার শ্বাস ।
বুকের ঐ উঠানামা, মেলে ধরা ঊরু,
আর তির তির করে কেঁপে ওঠা ঠোঁট...
লেখক হইনি, তবু তোমাকেই লিখি
আগামী জন্মের পরে চিত্রকর হবো...
No comments:
Post a Comment