প্রীতি আচার্য মনস্থির করেছেন, এক কন্যা সন্তান পালন করবেন । দত্তক যদি একে বলা হয়, তবে এটা তাই । শর্ত এই, পালিিত যে হবে, সেই কন্যাটি আমার কন্যা হিসেবে পরিচিত হবে । অর্থাৎ সে হবে আমাদের একমাত্র কন্যা ।
সরকারি বিধি অনুসারে, আমার এই বয়সে,দত্তক নেওয়া অসম্ভব । ফলে, বিধিবহির্ভূতভাবে, সকলের কাছে প্রার্থনা করছি, এমন কোনো সন্ধান তাদের কাছে থাকলে, আমাদের যাতে জানান । কোনো দুঃস্থ পিতামাতা যদি, স্বেচ্ছায়, তাদের কন্যাসন্তান আমাদের দান করেন, তাহলে, প্রীতি আচার্যর মনোবাসনা পূর্ণ হতে পারে ।
সরকারি বিধি অনুসারে, আমার এই বয়সে,দত্তক নেওয়া অসম্ভব । ফলে, বিধিবহির্ভূতভাবে, সকলের কাছে প্রার্থনা করছি, এমন কোনো সন্ধান তাদের কাছে থাকলে, আমাদের যাতে জানান । কোনো দুঃস্থ পিতামাতা যদি, স্বেচ্ছায়, তাদের কন্যাসন্তান আমাদের দান করেন, তাহলে, প্রীতি আচার্যর মনোবাসনা পূর্ণ হতে পারে ।
No comments:
Post a Comment