ছিলো না তুরুপের তাস,
হাতের মুঠো খুলে দেখি,
শূন্য গ্লাসটির মতো
নীরব ঐ হাহাকার ।
সকল তাস পড়ে গেছে ।
দুপুর, জানে কাকে বলে
অন্ধ গীতিমুখরতা,
স্তব্ধ দিন পার হয়ে
ক্রমশ জেগে ওঠে শেষে ।
হাতের মুঠো খুলে দেখি,
শূন্য গ্লাসটির মতো
নীরব ঐ হাহাকার ।
সকল তাস পড়ে গেছে ।
দুপুর, জানে কাকে বলে
অন্ধ গীতিমুখরতা,
স্তব্ধ দিন পার হয়ে
ক্রমশ জেগে ওঠে শেষে ।
No comments:
Post a Comment