ধূসর পাতার কাছে এসে মৃত নদী ফিরে চায়
জীবনের মানে । এ কথা বলেছি, বলে, মহানিশীথের কাক
চাঁদের অন্তিম বক্ষ থেকে উড়ে গেলো
হাঁসুলি বাঁকের দিকে । সেই থেকে, প্রত্নজলস্তর
নেমে গেছে পিপাসার কাছে ।
কুয়োতলা থেকে, একা, ফিরে গেছে নারী খালি হাতে ।
আর পুরুষ হয়েছে জন্মপিপাসার্ত ।
জীবনের মানে । এ কথা বলেছি, বলে, মহানিশীথের কাক
চাঁদের অন্তিম বক্ষ থেকে উড়ে গেলো
হাঁসুলি বাঁকের দিকে । সেই থেকে, প্রত্নজলস্তর
নেমে গেছে পিপাসার কাছে ।
কুয়োতলা থেকে, একা, ফিরে গেছে নারী খালি হাতে ।
আর পুরুষ হয়েছে জন্মপিপাসার্ত ।
No comments:
Post a Comment