কাচের মতো সবকিছু একদিন ভেঙে যায় । রাজার রাজ্যপাট থেকে শুরু করে দলীয় উন্মাদনা, ধর্ম থেকে সংসার, খেলার প্রতিভা থেকে সম্পর্ক, সকলই ভেঙে পড়ে । অনিত্য এই জগত, কথাটির তাত্পর্য তার আগে ধরা পড়ে না তেমন ভাবে । তাহলে সত্য কি ? গম্ভীর দার্শনিকের মত এই প্রশ্নটি যখন ধাওয়া করে দিনরাত, দেখি, ঐ ভেঙে পড়াটাই আসলে সত্য ।
No comments:
Post a Comment