Wednesday, March 19, 2014

এই নাও অস্থি ।
তাতে লেখা আছে
তোমারই নাম ।

এই নাও শিরা ।
কেটেছি তোমার
নামে । দেখো, লাল ।

হোলি খেলো আজ
আমারই রক্তে ।
নাও, এই কষ ।

ঠোঁট বেয়ে আসে
নেমে, পিছনে, ঐ
পিঁপড়ের সারি ।

এই দেহে আজ
চুম্বনের দাগ
রেখে গেছে মৃত্যু ।

পরকীয়া, বলি
কি করে, শঙ্খিনী,
বাজিয়েছে দেহ !

তোমাকে দেখার
আগে, অন্ধ এই
দুটি চোখ নাও ।

একবার, বলো,
জরা শেষে প্রাণ
যেন ওঠে জেগে

তোমার সবুজে ।

No comments:

Post a Comment