যে
আয়নাটি সামনে, তার হাজার টুকরোর মধ্যে আমার মুখ দেখছি আর ভাবছি, এক একটা
টুকরোয় এক একজন আমি অথচ কত তফাত্ একজন থেকে আর একজনের ! হোরাচক্র থাক,
নবাংশ থেকে দ্বাদশাংশ পর্যন্ত যেতে যেতে এই ভাঙা আয়নায় প্রতিফলিত লোকটির
অস্তিত্ব আজ হয়ে উঠেছে এক পূর্ণ নাস্তি । এটাকে মাটির গুণ যদি বলি, তার
সত্যতা নিয়ে সংশয় থাকার কথা নয়, কিন্তু তা কি সত্য ? খণ্ডিত আয়নার এক একটায়
যাকে দেখছি, তার সত্যটা যতখানি, তার অসারতাও তত বেশি ।
No comments:
Post a Comment